হে প্রিয় নায়ক,হে প্রেমের নায়ক তুমি আছো
বাঙালীর সমস্ত প্রেমিকদের মাঝে
তোমার কোন মরণ নেই,
তুমি অবিনশ্বর তোমার কোন ক্ষয় নেই
তুমি কাল থেকে কালান্তর বেঁচে থাকবে বাঙালী প্রেমিকদের মাঝে
তোমার ভক্তদের মাঝে!
.
তোমার মৃত্যু হয়নি, তোমার কখনো মৃত্যু হতে পারে না
তুমি লাখ- কোটি প্রেমিকের জীবন
সবার মনে তোমার বিচরণ?
কে বলেছে তোমার মৃত্যু হয়েছে কে বলেছে তুমি নেই!
সব উদ্ভট কথা তুমি আছো বেঁচে
আমার মনে আছো,  লাখ- কোটি  প্রেমিক যুগলের মাঝে আছো?
.
হে প্রিয় নায়ক তুমি এই ভূলোক থেকে চলে গেছ
তবে প্রেমিকদের মন থেকে চলে যাওনি?
তুমি চলে যেতে পার না!
তোমার আদর্শ- স্মৃতি সব বেঁচে আছে
লাখ - কোটি প্রেমিকদের মাঝে, তুমি যে অমর!
ভালবাসায় সিক্ত করেছে লাখ- কোটি প্রেমিকদের?
.
তোমার মৃত্যু হতে পারে না, তুমি ক্ষণজন্মা নও
তোমার জন্ম হয়েছে তবে তোমার  মৃত্যু হয় নি!
হয়তো তোমার দেহটাই আজ নেই এই ভূলোকে
কিন্তু তিমি বেঁচে আছো?
.
লাখ- কোটি প্রেমিকদের নিঃশ্বাসে- বিশ্বাসে
তুমি প্রেম দেবতা মদনের বরপুত্র!
বাঙালী প্রেমিকদের রাজা
প্রেম দেবতা মদন স্বয়ং তোমায় পাঠিয়েছে বাঙালী প্রেমিকদের মাঝে
তুমি বাঙালী প্রেমিক যুগলের মাথার তাজ
ভালবাসার রঙতুলি! সবার মনে করেছো প্রেম অঙ্কণ?
.
হে প্রিয় নায়ক তুমি লাখ- কোটি প্রেমিকেদের জীবন
তোমার জীবন নিয়ে যারা নয়- ছয় করেছে!
তাদের কে কেউ ছাড় দিবে না
তোমার জন্য বাঙালী প্রেমিক যুগল টাল- মাটাল
তোমার প্রেম রাজ্যের লাখ- কোটি প্রজা আছে তোমার তরে জীবন উৎসর্গ করতে!
তোমার হত্যার বিচার করবেই,
তবে তুমি বেঁচে আছ, আর বেঁচে থাকবেই লাখ- কোটি প্রেমিকের মাঝে
তুমি যে অমর?
.
লেখায়ঃ ফাইয়াজ ইসলাম ফাহিম