সেক্স ছাড়া হয় কি ভালবাসা
তবে সেক্সের কবিতা কেন সর্বনাশা?
সেক্স সবার মাঝে আছে
তবে সেক্সের কবিতা পড়ে কেন তুমি লাজে।
সেক্স সব মানুষের মনে
সেক্স ছাড়া শান্তি'র কী মানে?
সেক্স মানুষের সুখের হাতিয়ার
সেক্সের কবিতা সুখের বাড়ায় ধার।
সেক্স সব মানুষের আছে
সেক্স ছাড়া কোন মানুষ কি বাঁচে?
সেক্সের কবিতা ভালবাসার রঙ
সেক্সের কবিতা ভালবাসার ঢঙ।