স্বার্থপর'র মতো ভুলে গেলে
রাখলে না পাগলটার খোঁজ,
পাগলটা তোমায় ভালবাসে
তোমার নাম জপে যে রোজ-রোজ।
স্বার্থপর'র মতো
করলে কপট ব্যবহার,
পাগলটা কিছু চেয়েছিল
ভালবাসা ছাড়া আর?
স্বার্থপর'র মতো
ভাবলে শুধু নিজের সুখের কথা,
কেউ যে তোমাতে মন হারিয়ে
পাচ্ছে জনম ভর ব্যথা....