টাকলু- মাকলু কালচা, মোটলু
ওরাই সেরা বর
সরকারি চাকুরী'র আছে
টাকায় ভরা ঘর।
টাকলু -মাকলু কালচা, মোটলু
নারীদের সেরা পছন্দ!
এদের ঘরে নেই কোন কষ্ট
আছে শুধু সুখ- আনন্দ।
সরকারি চাকুরী'র
লোগ আছে আর কি তাদের ভয়,
সরকারি চাকুরী'র
ছেলেরাই নারীর মনে থাকে সর্বময়।
ভালো হোক মন্দ হোক
সরকারি চাকুরীজীবি
ছেলেরাই সব ছেলের বস
কারণ সরকারি চাকুরী ছেলেরাই
মেয়েদের বানাতে পারে ভর্তা - সস।