সঙ্গম নিয়ে কবিতা
.
তোমার দেহে কবে যাবো মিশে
সকল ভালবাসা মারবো কবে পিষে?
আমি যে মরছি ভালবাসার বিষে
আমি খুব জ্বলছি
তাই নির্লজ্জ্ব হয়ে তোমায় বলছি
এসো এক হই
দেহ-মনে ফুটুক ভালবাসার খই।
২.
আমি চাই তোমাকে
আমি বুঝিনা পাপ-পুণ্য কিছু,
তোমার ভালবাসা চাই
মনে করো আমি সাপ-বিচ্ছু।
৩.
হাওয়া এসো আগুনে পুড়ি
তোমার- আমার ভালবাসা যাক সব ফুরি।
৪.
তোমার ছোঁয়া পাবো কবে
হে আমার দেবী,
তোমার কাছে যে আছে আমার
সহস্র -কোটি দাবি।
৫.
আমি খাবি খেতে চাই তোমার যৌবন পুকুরে
অহোরাত্র,সকাল- সন্ধ্যা বা দুপুরে....