পুরুষ যত প্রেম করে ততই বাড়ে নাম
নারী যত প্রেম করে ততই বাড়ে বদনাম,
পুরুষের হালি প্রেমিকা থাকলে সে স্মার্ট
নারীর হালি প্রেমিক থাকলে মাগীর জাত।
পুরুষ যত নারী কে স্পর্শ করে খায়
নারী এক পুরুষ কে স্পর্শ করলে হায়!
পুরুষ যত নারী খাবে ততই তার শান বৃদ্ধি পাবে
নারী এক পুরুষে না থাকলে তার বংশের মান যাবে।
পুরুষ যত পাবে নারী নিয়ে বসাবে মেলা
নারী পাবে না বসাতে রঙ্গ মেলা
পুরুষ নারীর সবর্দা থাকবে বস
নারী থাকবে দিবে শুধু যৌবনের লচ।