সাকিনা তোমায় করতে চাই
সহস্র কোটি কিস্,
ভালবেসে আদরে
শোষণ করতে চাই তোমার বক্ষের বিষ।
সাকিনা এসো কাছে
মেলিয়ে ধরো তোমার কায়া,
চুমে চুমে আন্দোলিত করবো তোমায়
কেড়ে নিবো তোমার হায়া।
সাকিনা এসো তুমি-আমি
মিশে যাই একে অপরের মাঝে,
তোমার জন্য এ মনে
প্রেমের মৃদঙ্গ বাজে....
- ফাইয়াজ ইসলাম ফাহিম
28/09/2023
8:04 pm