শান্তি তুমি কই
এসো হও আমার সই,
শান্তি পাচ্ছি না অর্থে
কিংবা নারীর স্বর্গীয় গর্তে।
শান্তি তুমি কই
এসো হও আমার সই,
শান্তি তোমার পাচ্ছি না খোঁজ
শান্তি তোমায় চাই হররোজ।
শান্তি তুমি কই
এসো হও আমার সই,
শান্তি তুমি কোন দোযখে করো বাস
শান্তি তুমি কবে এ মনে ভালবাসা করবে চাষ?
27/08/2023
12:04 pm