উহ্! রুহি আমি কেউ না
আমি নই কুজন,
আমি সাধারণ মানুষ
বলতে পারো সুজন।

উহ্! রুহি
তুমি উতালা কেন,
আমাকে জানতে
তুমি পাগল যেন?

উহ্! রুহি
অজানা মানুষ হিসাবে রাখো মনে,
স্বর্গ থেকে এসেছি
ঝগড়া করবো তোমার সনে।

উহ্! রুহি
আমি কোথাও দেখিনি তোমায়,
তোমাকে জানতে ছুঁটছি তোমার পিছে
তুমি দিচ্ছো না সময়।



( রুহিকে  দেখিনি কখনো,  ফেসবুক সাজেস্ট করে বন্ধু হতে, এক পর্যায়ে বন্ধু হই।কিন্তু, তার মনে খটকা আমার আইডি পেল কই, কথোপকথনের জবাবে লেখা)

23/11/2023
9:23 pm