সৈয়দ রনো
.
......ফাইয়াজ ইসলাম ফাহিম
.
সৈয়দ রনো তোমার ইনাম
তুমি নিজেই অশেষ তোমার গুণ,
মানবতার সেবক তুমি
তুমি যে সত্যের  জ্বলন্ত আগুন।
.
সৈয়দ রনো তুমি পারো
সকল অন্যায় কে করতে ক্ষয়
তোমার লিখনির অস্ত্র তা কয়।
.
সৈয়দ রনো তোমার প্রশংসা করে
করতে পারব নাকো শেষ,
তুমি যে বাঙালীর আমিত্ব- তেজ
বাঙালীর মাঝে স্থাপন করেছো
অনুপ্রেরণার বেজ?
.
সৈয়দ রনো  সদা সত্যের  পথে থাকো অবিচল
তুমি যে বাঙালীর আমিত্ব বল,
সৈয়দ রনো তুমি যদি পথ না দেখাও বাঙালী কে
অসহায় বাঙালী দেখবে মুখ থুবড়ে পড়বে যে?