বছর ঘুরে
রোযা আসে
পাপ করে মোচন
রোযা করো রোযা করো
হবে শরীরের সব চর্বি শোষণ।
রোযার মাস
শয়তানের হয় কারাবাস,
রোযা করো রোযা করো
মনের অশান্তি পাবে হ্রাস।
রোযা না করলে
পাপ হবে সংযুক্তি,
রোযা করো রোযা করো
রোযায় করবে পাপ মুক্তি।
রোযা না করলে
খোদা করবে না মাফ,
রোযা যে মন পরিষ্কার করে
তুলে নেয় মনের সকল কালো ছাপ...
উৎসর্গঃ মুসলমান সম্প্রদায়ের অনুগামীদের প্রতি