রিস্ক নিন
করবেন না ভয়,
ভয় করলে
রিস্ক আপনার জন্য নয়।
রিস্ক নিন
বীর দর্পে এগিয়ে যান
রিস্ক না নিয়ে
ভয়ে জবুথবু হলে
সাফল্য দিবে পিছুটান।
রিস্ক নিন
সাফল্য দিবে আপনাকে ঋণ,
রিস্ক না নিলে
কোন কাজেই বাজবে না সাফল্যের বীণ।
রিস্ক সাফল্যের রব
রিস্ক সাফল্যের সব
রিস্ক না নিলে
সকল কাজ এই অধুনা যুগে ঢব...