হে যশোহর কন্যা
কেমন আছো
কাটছে কেমন দিন?
আমার ফুল গুলো
আমার অনুভূতি গুলো
আমার সময় গুলো
ফিরিয়ে দাও আমার
ভালবাসার ঋণ?
আমি আর পারছি
সেকালের কথা ভুলতে,
বারংবার মনের ফাঁসি হয়
কষ্টের শূলতে।
হে যশোহর কন্যা
তুমি তো ভালোই আছো
আমায় ভুলে,
আমি যে পরিবার ছাড়া
হয়েছি
কেউ নেই যে
এ কূলেতে?
হে যশোহর কন্যা
তুমি যদি বুঝতে আমায়
সকাল- দুপুর
আহোরাত্রে খুঁজতে আমায়।
আমি ভালো নেই
যশোহর কন্যা,
তোমাতে সব ভেবেছিলাম
কিন্তু কিছু নেই আজ
চারেদিকে কষ্টের বন্যা।
কি করবো আমি এখন
বলো যশোহর কন্যা,
মরণ ছাড়া
তোমার কাছে কিসে দিবো আর ধর্না...