হে রায়দীঘির বালিকা
তুমি আমার মনের চালিকা,
তোমাকে চাই খুব
তোমার প্রেমে দিতে চাই ডুুব।
হে রায়দীঘির বালিকা
তোমার তরে মিশে যেতে চাই,
তোমার বক্ষ মাজারে
হবে কি একটু ঠাঁই?
হে রায়দীঘির বালিকা
তুমি কি হবে মোর,
তোমার সনে বাঁধতে চাই
ভালবাসার ঘর।
হে রায়দীঘির বালিকা
তুমি আমার ভালবাসার পুণ্য ভূমি,
চোখ বুজলে তোমাকে খুঁজে পাই
সর্বত্রে তুমি আর তুমি।
হে রায়দীঘির বালিকা
এসো হই এক,
ভালবাসা বিনিময় করি
দুঃখ কে দেই প্রেম ছ্যাঁক।
18/07/2023
1:24 pm