সাধারণ জনগণের নেইকো দাম
সাধারণ মানুষ যেন টাকার পাম্প,
রাজনীতিবিদ সব শালা চোর
যত্ত ঠ্যালা সব জনগণের উপর।
তেল,বিদ্যুৎ, গ্যাস যত্ত দাম বাড়ে
সব কিছুর চাপ জনগণের ঘাড়ে,
ট্যাক্স,টোল-মোল
সাধারণ মানুষের চিত্তে বাধায় গন্ডগোল।
আ.লীগ-বিএনপি জামাত-নামাত
লাঙ্গল -টাঙ্গল
সব শালা এক নাওয়ের মাঝি,
জনগণ যেন ইলিশ মাছ
ক্ষমতার তেলে খায় ভাজি।
জনগণের চাওয়া -পাওয়ার কথা
ভাবে না কোন দল,
ক্ষমতার মসনদে বসলে
জনগণের উপর শুরু হয় ছল - বল।
29/06/2023