অকিঞ্চন প্রেমিক তাই মূল্য দিলে না হে তিলাত্তমা অঙ্গনা
তোমায় কত ভালবাসি তা অনুমেয় করতে পারবে না,
তোমার জন্য অন্তর্জগতে উন্মাদনা বিরাজ করছে
হে তিলোত্তমা অঙ্গনা, হে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের (ঢাকা)রাণী
কত্ত আশা ছিল করব তোমায় যুবজানি?
.
তোমার আজ্ঞাবহ হয়ে থাকতাম
তোমার কথায় চলতাম, উঠতাম- বসতাম
তোমার দাসানুদাস হয়ে থাকতে চেয়েছিলাম
শুধু তোমার ভালবাসার আশে।
.
তোমার জন্য অষ্টপ্রহর কেঁদেছি
নিজেকে আহুতি দিতে প্রস্তুত ছিলাম,
চাঁদনীময় রাত কে অভিশপ্ত করেছিলাম
শুধু তোমার ভালবাসা স্পর্শের লাগি।
.
হে তিলোত্তমা অঙ্গনা, হে আমার দেবী
আত্মগর্বী হয়ে নিজের ভালবাসার রাজ্যের সর্বনাশ করো না,
এখনো সময় আছে
আমি মামুলি তাই তোমায় কি ভালবাসার
অধিকার  কি আমার নেই?
আমি যে তোমার ভালবাসার কাঙাল
হে তিলোত্তমা অঙ্গনা।
.
তোমায় আভরণ দিয়ে তোমার সফেদ অঙ্গ কে মোহনীয় করতে পারব না হয়তো,
তবে ভালবাসা দিয়ে রঙিন করতে ঠিকই পারব।
.
আমায় আবেগী বলে উপহাস করো নাকো তিলোত্তমা অঙ্গনা
আমার তনু- মনে যে তোমারি ভালবাসার আবেগ মিশ্রিত করা আছে।
.
প্রেম দেবতা মদন যে বর স্বরূপ তোমায় দিয়েছে আমায়
আর তুমি আশীবিষ হয়ে দংশন করতেছ
মম ভালবাসা কে।
.
উত্তরোত্তর তোমায় পাবার আশে ছুটছি
আর তুমি শত ক্রোশ দূরে পালিয়ে যাচ্ছ।
নিজের বাবা- মার ভালবাসার কাছে
পরাজিত হয়ে।
.
আমার কি নেই হে তিলোত্তমা অঙ্গনা
অঢেল টাকা নেই তবে বেঁচে থাকার জন্য সম্বল আছে,
যশ- খ্যাতি আছে
দিনদিনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে
তোমার ভালবাসা পেলে হয়তো উত্তরকালে আরো বাড়বে
হে তিলোত্তমা অঙ্গনা।
.
তোমার মনে আমার জন্য কি একবারের জন্য ভালবাসা উদ্বেল হয় না
একবারের জন্য কি উদিত হয় না প্রেমের সূর্য?
.
আমি উপযাচক তাই ঘূর্ণার কার্তুযে আমায় পর্যদুস্ত করতেছো
তাই কি হে তিলোত্তমা অঙ্গনা,
তুমি কি পারো না তোমার মনে প্রেমের সূর্যের
উদ্ভব ঘটাতে,
পারো না কি আমার সনে কলঙ্ক রটাতে।
.
আমি তোমার দেহ চাই না হে তিলোত্তমা অঙ্গনা
হে আমার দেবী,
আমি শুধু তোমার মনটা কিনতে চেয়েছিলাম
ভালবাসার বিনিময়ে ।
.
তুমি কত্ত ভালবাসা চাও তা অবিদিত
যদিও বা তোমার বাবা- মার মত ভালবাসা
আদর যত্ন করতে পারব না।
.
তবুও তোমায় ভালবাসা দিয়ে পর্যদুস্ত করতে চেয়েছিলাম
কিন্তু সেই সুযোগ দিলে না,
আবেগী বলে উপাধি দিলে
যা উপমেয় হয়ে স্বীকৃতি পেয়েছে তোমার বন্ধু মহলে?
.
আমি ভালবাসার ধনাত্মক হয়ে তোমার মনে ভালবাসার চার্জ
সরবরাহ করতে চেয়েছিলাম
আর তুমি ধনাত্মক হতে চাও না,
তবে কেমনে তোমার মনে ভালবাসা সঞ্চার
করব?
.
আমায় বলে দাও হে তিলোত্তমা অঙ্গনা
আর কত ঘূর্ণা দিয়ে পর্যদুস্ত করে রাখবে
এই আমি কে?
.
আমার জন্য কি একটু মায়া হয় না
একরোখা হয়ে থেক না গো তিলোত্তমা অঙ্গনা হে আমার দেবী,
একটু ভালবাসা দাও
তোমায় আমার ভালবাসার রাজ্যের সম্রাজ্ঞী বানাবো?
.
উৎসর্গঃ ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাণী দেবী তাহমিনার প্রতি.....