গভীর রজনী
কুহেলিকায় আচ্ছাদিত চারপাশ,
কৌমুদী কৃষ্ণপক্ষের ফ্রেমে বন্দি
আলা নেই চারপাশ নিঃতব্ধ!
পশ্চিম গগন থেকে কুজনের কিচির- মিচির শব্দ আসছে
কে যেন ছাদের পদব্রজ করছে
আমি পালঙ্কে শুয়ে আছি।
আর ভাবছি আমার প্রিয়সীর কথা
ঘুম তো আসে না তবুও ঘুমানোর ভান করি
তুমি বিনে এ রজনী অভিশপ্ত হে প্রিয়
তুমি বিনে এ রজনীর কোন মুূল্য নেই
প্রতি রজনী আমার জন্য অভিশপ্ত হে প্রিয়....