প্রতিজ্ঞা করে যারা ভঙ্গ
তার সঙ্গে কখনো দিও না সঙ্গ,
প্রতিজ্ঞা ভঙ্গকারী শয়তানের ওস্তাদ
তার সঙ্গে করো না আঁতাত।
প্রতিজ্ঞা ভঙ্গকারী
সমাজে পায় না কখনো মূল্য,
প্রতিজ্ঞা ভঙ্গকারী'র সমর্থক হলে
তুমি হবে তার সমতুল্য।
প্রতিজ্ঞা ভঙ্গকারী পাপের মহাজন
তার কাছে কখনো বিক্রি করো না মন,
প্রতিজ্ঞা ভঙ্গকারী শান্তি পায় না কোনদিন
প্রতিজ্ঞা ভঙ্গকারী শুধু পাপ নেয় ঋণ....