প্রথম আলো
ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রথম আলো সত্যি কথা কয়
তাই সরকারের ভয়,
প্রথম আলো সত্যের পথে
তাই সরকার বিপদে।

প্রথম আলো গণমানুষের মুখ
তাই সরকারের দুঃখ,
প্রথম আলো ন্যায়ের জ্যোতি
তাই সরকারের ক্ষতি।

প্রথম আলো নয় কোন দলে
প্রথম আলো চলে গণমানুষের বলে,
প্রথম আলো অমানিশা করে ভেদ
প্রথম আলো ভাঙ্গে অলীক জেদ।

প্রথম আলো স্বাধীনতার স্বত্বা
প্রথম আলো জনগণের নিরাপত্তা,
প্রথম আলো আছে থাকবে
প্রথম আলো মানুষের স্বত্বা কে সতত জাগাবে....


গাইবান্ধা,বাংলাদেশ