.
হে সাহিত্যের প্রদীপ তোমার আলো চাই
তোমার আলো পেয়ে বাঙলা সাহিত্য কে বাঁচাতে চাই।
.
হে সাহিত্যের প্রদীপ তুমি পারো সাহিত্যের বাঁচাতে প্রাণ
তুমি না থাকলে বাঙলা সাহিত্য পথ হারাবে
হবে তার অবসান?
.
হে সাহিত্যের প্রদীপ তোমার আলো চাই
তোমার আলোয় বিশ্বের মাঝে বাঙলা সাহিত্য কি তা জানাতে চাই,
হে সাহিত্যের প্রদীপ সাহিত্য কে করো আদর
তবেই বাড়বে বিশ্ব সাহিত্যে বাঙলা সাহিত্যের কদর।
.
হে সাহিত্যের প্রদীপ করিও না বাঙলা সাহিত্য কে হেলা
তোমার মাঝে বাঙলা সাহিত্য খোঁজে বেঁচে থাকার আলা।
.
হে সাহিত্যের প্রদীপ তুমি বাঙলা সাহিত্যের কর্ণধার
তুমি যদি না থাকো বাঙলা সাহিত্য অঙ্গনে নেমে আসবে আধার।
.
হে সাহিত্যের প্রদীপ তোমার আলা সতত চাই
তুমি না থাকলে বাঙলা সাহিত্য কে দেখার যে আর কেউ নাই।
.
হে সাহিত্যের প্রদীপ
তোমায় ঈশ্বর করেছে বাঙলা সাহিত্যের জন্য তৈরী,
তাই, তোমার আলা দিয়ে বাঙলা সাহিত্যের আকাশ সতেজ রাখো
করে নাকো বৈরী?
.
.
উৎসর্গঃ গাঙচিল সাহিত্য পরিষদের কর্ণধার মাননীয় চেয়ারম্যান সাহিত্যের প্রদীপ স্যার খান আক্তার হুসাইনের প্রতি.......