তুমি যদি বিষ দিতে খেতে
খুশি থাকতাম তাতে,
হয়তো মরণ হতো
তবুও আত্মা শান্তি পেত।

তোমার হতাম
আমি দাস,
যদি বলতে
খেতে লতাগুল্ম -ঘাস।

তোমাকে শতকোটি
চুমুতে রাখতাম হাসি-খুশি,
আজ আমি নিরব
বক্ষে কষ্ট পুষী.....

.......