প্রিয় মারিয়া,

তুমি কেমন আছো। দীর্ঘ সময় হয়ে গেছে আমাদের শেষ কথা বলার। তোমার সঙ্গে বলা কথাগুলো মনে পড়লে আমার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগে। প্রতিটি মুহূর্তে, আমি তোমার মুখাবয়ব, তোমার হাসি, আর আমাদের কথোপকথনের স্মৃতি ভেবে অভিভূত হয়ে যাই।

কখনো কি ভেবে দেখেছ, আমাদের মাঝে দূরত্ব কেমন করে সৃষ্টি হলো? এই বিরহে যে অভাব তৈরি হয়েছে, তা হয়তো কখনো পুরানো যাবে না। আমি প্রতিটি দিন তোমার অপেক্ষায় থাকি এই বুঝি ম্যাসেজ আসলো! তোমার সকল পোস্ট আমি পড়ি এমন কি কমেন্ট পড়াও বাদ যায় না। যখন মন খারাপ থাকে তোমার ছবি দেখি, তোমার কথা ভাবলে সব কষ্ট দূর হয়ে যায়।

তুমি জানো, তুমি আমার জীবনের একটি বিশেষ অংশ।  আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।

দু’মাস'র  মধ্যে শুধুই কথা কাটাকাটি নয়, আমি তোমার প্রতি যে ভালবাসা নিয়ে এসেছি, তা বাস্তবে পৌঁছানোর সুযোগ চাই। তুমি কি আমাকে একটু সময় দিবে?  একসাথে সময় কাটানোর, খুঁনসুটি আলাপন হোক কোন পাবলিক প্লেসে।

আমি আশা করি, তুমি আরো একবার আমার ইচ্ছা বুঝতে পারবে। এই চিঠির মাধ্যমে, আমি শুধু তোমার প্রতি আমার ভালোবাসা সেইসঙ্গে  বন্ধুত্বের নবজন্ম চাই।

অপেক্ষায়, তোমার সারা জীবনের সঙ্গী।

ফাইয়াজ ইসলাম ফাহিম
৮/১১/২০২৪ খ্রিষ্টাব্দ।