পরীর মনে প্রেমের কেতন উড়ে না
পরী ভীতু, বিশ্বাস কি আজ অবধি বোঝে না?
পরী তার প্রেম পতির অভিলাষ পূরণ করে না
পরী বড্ড অভিমানি এই আছে এই থাকে না,
পরী তার মনের কথা মনের কাছে রাখে না।
কতবার পাগল হয়ে প্রেম পতি দেখতে চাইলো তার বিধুমুখ
পরী নয়- ছয় করে বোঝে না তার দুঃখ।
পরীকে দেখতে পাগল তার প্রেম পতি
একবার দেখিয়ে আর দেখায় না তার বিধুমুখ
না জানি কত বড় হবে তার ক্ষতি?
প্রেম পতি শত করিল পণ
তবুও পরীর ভণিতা হল না খন্ডন,
তার প্রেম পতির কত দুঃখ
জানতে চায়না বুঝতে চায়না পরী হয় বিমুখ?
প্রেম পতি কিছু বলে না কথা বলতে বলতে শুভ্র সফেনে
তার মুখ হয়েছে ছানা- বানা।
তবুও পরীর মনে ভালবাসা মেলে না ডানা
পরী নিশ্চুপ হয়ে দেখে তার প্রেম পতির কষ্ট,
তবুও পরী তার বদন দেখায় না হয়ে গেছে বুঝি আড়ষ্ট।
পরী পরী বলে পাগল তার প্রেম পতি
পরী লাপাত্তা দেখায় না তার রূপের জ্যোতি!
প্রেম পতির মন ভেঙ্গে হচ্ছে খান খান
কবে জানি তার প্রেম পতি চলে যায়
হয়ে যায় বুঝি তার ভালবাসার অবসান।
তার প্রেম পতির বুকে জ্বলছে দাবানল
পরীর কাছে হাত পেতেও পেল না একটু ভালবাসার জল,
পরী বড্ড দিচ্ছে তার প্রেম পতিরে পীড়ন
পরী বোঝে না তার প্রেম পতির কাছে সে যে ভালবাসার কিরণ,
পরী আজও নিশ্চিত দেখায় না তার মুখ
প্রেম পতির মন কাঁদে দেখাতে পারে না বক্ষের দুঃখ।