হে প্রেমদেবী
আমি তোমার ভালবাসা চাই
আমি তোমার কাছে আসিতে চাই
তোমায় স্পর্শ করিতে চাই।
তোমায় আলিঙ্গন করতে চাই!
তোমার টইটম্বুর যৌবন তটনীতে
কায়া ভাসিয়ে স্নান করিতে চাই?
তোমায় আদর করিতে চাই
তোমায় আপন করে পেতে চাই
তোমার ওষ্ট,ললাট,ফুলকি গালে
চুম্বন করিতে চাই।
তোমার বুকে ভালবাসার নিক্কন সৃষ্টি করতে চাই
তোমার সারা অঙ্গ ছুঁয়ে দিতে চাই!
হে প্রেম দেবী আমায় ভুল বোঝ না
আমায় নিরাশ কর না।
তোমার মোহডোর জায়গা দাও!স্থান দাও!
আ-জীবন তোমায় যুবজানি করে রাখব...