হে স্রষ্টা হে দয়াময়
রুহি কে দাও সুস্থ করে,
সে যেন হাসতে পারে গাইতে পারে বেঁচে থাকতে পারে যুগ যুগ ধরে।
হে স্রষ্টা হে দয়াময়
তার জীবন প্রদীব জ্বেলে রাখো,
এই অল্প বয়সে
তার জীবন করো না ক্ষয়?
হে স্রষ্টা হে দয়াময়
লাঘব করো তার সকল ভয়,
সকল যাতনা মুছে দাও
জীবন করে দাও শান্তময়।
23/11/2023
10:33 pm