পাঁচ ওয়াক্ত নামায পড়া
মুসলিমের পরিচয়,
পাঁচ ওয়াক্ত নামায না
পড়িলে সে মুসলিম নয়।
এসো মুসলিম পাঁচ ওয়াক্ত
নামায পড়ি,
খোদার সন্তুষ্টি করি অর্জন
যত্ত আছে কু-কাজ করে বর্জন।
পাঁচ ওয়াক্ত নামায
না পড়িলে খোদা তা’আলা
পুড়বে দোযখ জেলে
এসো পাঁচ ওয়াক্ত নামায পড়ি
পাঁচ ওয়াক্ত নামাযে সকল শান্তি মেলে।