অকপটে সেদিন স্বীকার করেছিলে তোমায় বড্ড ভালবাসি,
অকর্মা ছিলাম তাই আমায় ছেড়ে চলে গেলে
অকল্পিত ভাবে।
অকল্যাণকর ছিলাম হয়তো
অকালকুসুম স্বপ্ন ছিল আমার তাই এমন সাজা।
অংশু ছিলে তুমি আমার ভালবাসার
অকালে ভালবাসায় নামালে আধার।
অকুণ্ঠিতমনে বারংবার দারস্থ হলাম তোমার প্রেম দরজায়,
অকুলদরিয়ায় ঠেলে দিলে তুমি নাকি আমায় ভালবাস না আর।
অকৃপণ আমি তাই ছেড়ে দিলাম তোমায়
অক্ষমতা ভেবো না তুমি আমার।
অক্ষুণ্ণ রাখতে চাই ভালবাসার সম্মান
অখন-তখন আর বিরক্ত করবো না,
অগণিত ভালবাসার হোক তিরোধান.....