আমি অশ্লীল কবিতা
তোমাকে সুখ দেই চরম সুখ ,
আমাকে পড়ে নিজের
যৌবনময় ভালবাসাকে উজ্জীবিত করো।

আর আমাকে গালি দাও
নষ্ট কবিতা, নিষিদ্ধ কবিতা, অশ্লীল কবিতা
আচ্ছা আমাকে যদি না পড়তে
তোমার যৌবনময় ভালবাসা কি
সুখ পেতো?


আমাকে পড়েই তোমার
যৌবন, ভালবাসা সচল,
আর আমাকে বলিস অচল
বাহ্ রে আমার পাঠক
তুমি যাই বলো
আমি জ্বালিয়েছি তোমার মনে যৌবন,ভালবাসার আলো....