তোমায় দেখে
আলুলায়িত হচ্ছে মন,
মস্তিষ্কে উন্মাদনা ছড়িয়ে পড়ছে
হে অপরাজিতা বালিকা।
.
চোখ নিমীলিত করতেই
ভেসে উঠে,তোমার ক্লহারময় বদনখানি।
কে তোমার বর
কে তোমার প্রেমাস্পদ
কে করবে তোমায় যুবজানি
হে অপরাজিতা বালিকা?
.
বলো নিশ্চুপ থেক না
তোমার জিতেন্দ্রিয় স্বভাব,
আকীর্ণ ভাষ্য শুনে আমি মুগ্ধ
কি ইনাম দেবো তোমায়
আমার যে দেওয়ার মতো কিছু নেই
হে অপরাজিতা বালিকা।
.
তুমি গজেন্দ্র গামিনী ললনাদের রক্ষা করো
অচলায়তন সমাজের দ্বার ভেঙ্গে দাও?
তোমার মতো ললনা খোঁজে বঙ্গমাতা
যে পারবে মম বঙ্গ মায়ের দূর করতে ব্যথা।
.
হে অপরাজিতা বালিকা
ধর্মান্ধ অসুর করো বিনাশ,
তোমাকে পাবার আশে
বঙ্গ মাতা করছে হা- হুতাশ।
.
হে অপরাজিতা বালিকা
ভালবাসা দিয়ে রাঙিয়ে দাও বসুন্ধরা,
তোমার ইনাম তুমি নিজেই বেঁচে থাকবে
মানুষের মনে জনম ভরা।