দেবী মণিকা -০২
দেবী মণিকা কার মনে করছো বাস
কার সঙ্গে খেলছো প্রেমের তাশ?
দেবী মণিকা তুমি আমার মনের আশ
তোমাকে ভালবাসবো যদিও বাঁধা দেয় ধর্ম ত্রাশ।
দেবী মণিকা তুমি কি ভালবাস আমায়
নাকি দিচ্ছো আমায় মেকি সময়?
দেবী মণিকা তোমায় চাই পড়তে
তোমায় ভালবেসে চাই মরতে।
দেবী মণিকা তুমি কি হবে আমার আপন
অন্য কারো মনে কি করছো প্রেমের বীজ বপন?
দেবী মণিকা তোমায় সত্যি চাই
তোমাকে ভালবাসবো যদি নরক যাই....