হে প্রিয়তমা নীলান্তি ধর
আর কত কাল খোয়াবে এসে ভাঙ্গবে মনের প্রেমের ঘর,
কি চাও তুমি নীলান্তি ধর
মোরে পামর ভেবে করিও না পর?
.
আমি যে চাই তোমায়
দিনমান সময় - অসময়,
তোমায় আমার প্রণয়িনী
হিসেবে স্বীকৃতি দিতে চাই
যদি তোমার ভালবাসা - পেয়ার পাই?
.
হে প্রিয়তমা নীলান্তি ধর
আমার ভালবাসা শুঁচি
একটু প্রতীতি করো?
বারংবার ঘূর্ণার কার্তুযে
পর্যদুস্ত করিও না
একটু ভালবাসা দাও?