কোন নারী কে আর স্বর্গ মনে হয় না
সকল নারী কে এখন নরক মনে হয়,
নারী কে ভালবাসতে লাগে ভয়
মনে হয় নারী মানে ছলনাময়।
নারীর মাঝে আর আনন্দ খুঁজে পাই না
নারীর মাঝে ভালবাসা খুঁজতে গিয়ে কষ্ট খুঁজে পাই,
আসলে নারীর মাঝে আর ভালবাসা নেই
নারীর মাঝে টাকা ওয়ালার সুভাস তাই।
নারী কে ভেবে আর পাই না শান্তি
নারী কে একটু ভাবতেই আসে ক্লান্তি,
নারী যেন এখন পাপের নাম
নারীতে যেন সকল বদনাম।