নারীতে স্বর্গ
নারীতে নরক
নারীতে সুর- অসুর
নারীতে খুঁজে দেখ স্বর্গ নয় বেশি দূর।
নারীতে ধর্ম
নারীতে কর্ম
নারীতে মর্ম
নারীতে দর্প
নারীতে কাল সর্প
নারীতে অপকর্ম।
নারীতে ঈমান
নারীতে বেঈমান
নারীতে ব্যামো
নারীতে আরাম।
নারীতে আধার
নারীতে কালো
নারীতে শরম
নারীতে গরম,
নারীতে ইহকাল- পরকাল
নারীতে সকল জঞ্জাল।
নারীতে পুষ্টি
নারীতে সৃষ্টি
নারীতে মিষ্টি
নারীতে সকল কিছু
নারী আছেই বলে
আমরা পুরুষ হয়ে
ধরতে পারি তাদের পিছু?