ঘুঙুর তোমার পাদপদ্ম কোমলে
চুম্বন দিচ্ছে,
লাল লিপিস্টিক
তোমার চঞ্চু কে রাঙাচ্ছে।
.
কাজল তোমার নেত্র
কৃষ্ণাভ করে তুলছে,
তোমার নাসিকা
ভালবাসার সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছে।
.
তোমার বক্ষের জলে
শ্বেতপদ্ম
দোল খেলছে
তোমার ভ্রু চন্দ্র'র
ভঙ্গিমায় প্রেম কে রাগাচ্ছে।
.
তোমার পিঠ
ভালবাসার দেয়ালিকা
এঁকেছে।
.
তোমার স্কন্ধ
প্রেমের প্রেমের পর্বত তৈরি করেছে।
.
তোমার কর্ণ
প্রেম বিঙ্গের মিষ্টি সুর শুনছে,
তোমার কলিজায়
প্রেমের ভূমিকম্প হচ্ছে?
.
তোমার ফুসফুস
মিলেনের আশায়
ফুঁসছে,
তোমার বুকের পাজর
আলিঙ্গন করতে আহ্বান করছে।
.
তোমার মস্তিষ্কে প্রেমের
ঝড় বইছে,
তোমার কেশ
প্রেমের নেশায় আলুথালু হয়ে আছে।
.
তোমার মাজায়
প্রেমের বিদ্যুৎ চমকাচ্ছে,
তোমার শরীরের লোম
ভালবাসার সুখে
দাঁড়িয়ে আছে।
.
তোমার হস্ত প্রেম রসিক কে
টানছে,
তোমার মন নতুন
প্রেমের বীজ বুনছে।
.
রচনাকালঃ
২১/০২/২০১৮
৩:৫৭-৪:১৩ পিএম