নারী তুমি কি চাও
তোমার জন্য পুরো ধরণী এনে দিবো,
সব কিছু এনে দিবো তোমার পদতলে কি চাও বলো?
টাকা- পয়সা,বিএম ডব্লিউ কার!
গহণা- পাতি,জামদানি শাড়ী,সোনার চুরি,হীরের হার
কি চাও শুধু একবার বলো
সব এনে দিবে।
শুধু আমার থেকে ভালবাসা চাইবে না
বলবে না আমার সঙ্গে রাত্রি কাটাও আমায় ভালবাসো!
শুধু এই কথাটা বলবে না
আমার থেকে এই সময় চাইবে না।
কি চাও দেশে জনপ্রিয়তা
তোমায় লাখ লাখ মানুষ চিনবে,
শত শত যুবা তোমার স্পর্শ চাইবে
সিনেমার নায়িকা হবে তুমি
তোমায় দেখে কত যুবা লালা ফেলবে।
শুধু বলবেনা অমুক সন্ত্রাসী তোমার স্বামী
তুমি শত যুবার স্ত্রী হবে
সবাই তোমার হবে স্বামী কত তোমার যশ- খ্যাতি হবে?
শুনছো নারী আমি কি বলছি,
আমার কথা ভেব না আমার ভালবাসার কথা ভাব্ না
তোমার আত্মার কথা ভাব্
তোমার রুপের কথা ভাব্?
আমি তো বিশ্বের সেরা ত্রাস
তুমি তো দেখছ!
আমার আয়ু পাচ্ছে দিনে দিনে হ্রাস
আরে!নারী আর কি চাও?
জলদি বলো সময় ফুরিয়ে আসছে আমার
চলে যাবো আর বেশিদিন থাকতে পারবো এই পৃথিবীতে।
জলদি বলো নারী, তোমার কোন আশাই বাকী রাখবো না
যা চাইবে তাই এনে দিবো
সমস্ত পৃথিবী তোমার পদতলে থাকবে
শুধু আমায় চাইবে না নারী
শুধু এই কথাটা রাখতে পারবো না।