নারী মানেই কবিতা, নারীতে কবিতার বাস।
নারীর সঙ্গে প্রেম করে,
কবিতা করি চাষ।
.
নারী আমার কবিতার মাঠ,
নারী দেখিয়েছে মোরে কবিতার পথ- ঘাট।
.
নারী ছাড়া আমার কবিতা
অচল,
নারী আছে বলেই
আমার কবিতার অনেক মূল্য
বিশ্বব্রহ্মাণ্ডে সচল।
.
নারী মানেই কবিতা
নারী কবিতার ডেরা,
তাই নারীর জন্য ঘুরে ফিরে
কবিতার কাছেই ফেরা।