কবিতা ভালবাসা না দাও
তবে তোমার পাদপদ্ম দিয়ে দলন করিও মোরে,
কবিতা ভালবাসা না দাও
তবে তোমার আলতো হাতের দুটি থাপ্পর দিও।
.
কবিতা ভালবাসা না দাও
তবে তোমার মিষ্টি মুখের লালা দিও,
আত্মার তৃষ্ণাত্ব ভাব দূর করিবো।
.
কবিতা ভালবাসা না দাও
তবে তোমার মিষ্টি হাসি দিও,
মস্তিষ্কের শিরা-উপশিরা জাগ্রত করবো।
.
কবিতা ভালবাসা না দাও
তবে তোমার চোক্ষে
অপলক দৃষ্টিতে তাকাতে দিও,
তোমার চোক্ষের ভিতরে প্রেম রাজ্যে দেখব বলে।
.
কবিতা ভালবাসা না দাও
তোমার দীঘল কেশ দিও,
ফাঁসিতে যে দুলতে পারি
তোমায় যেন মনে হারাতে পারি।