দেবী মণিকা তোমায় ভাবি প্রতি ক্ষণে ক্ষণে
তুমি বাস করছো কেন আমার মনে?
দেবী মণিকা তোমার রূপের আলায়
ঝলসে যাচ্ছে চোখ
মনে সৃষ্টি হয়েছে ভালবাসার রোগ?
দেবী মণিকা তোমার সঙ্গে হারিয়ে
যাওয়ার ইচ্ছে ছিল খুব!
ধর্ম আর কাঁটা তার মনে দিল দুঃখ।
তোমার লম্বা কেশের সুঘ্রাণ নিতাম
তোমার গোলাপী ঠোঁটে ভালবাসার ভোট দিতাম।
আরো মনে ছিল কত্ত কিছু
ভালবাসার পারমিশন নেই
পিছে যে আমার ধর্মের বিচ্ছু।
দেবী মণিকা তোমাকে নিয়ে
এখন ভাবতে লাগে ভয়,
যদি মন হয়ে যায় তুমিময়
তবে হবে আমার ক্ষয়
ধর্ম, কাটাঁতার সব কিছুর হবে লয়।
দেবী মণিকা তুমি হয়তো
অন্য কারো মনে করো বাস,
হয়তো অন্য কারো
দেশে ভালবাসা করো চাষ।
আর আমি পাগল তোমাকে
পাবার করি আশ.....?