হে পুরুষ
মোমের পুতুল না হয়ে
হও শক্ত।
তোমার শক্তে
তোমার তিক্তে
নারী তোমার হয় ভক্ত
তুমি যদি মোমের পুতুল হও
নারী চলে যাবে হবে তুমি রিক্ত।
হে পুরুষ মোমের পুতুল
না হয়ে
হও কাষ্ঠ - লোহা
সব আঁধার কেটে যাবে
থাকবে না কোন কালো ধোঁয়া।
হে পুরুষ
নিজের সত্তা
করো জাগ্রত
তুমি যদি মোমের পুতুল হও
পুরুষ সমাজ হবে বিব্রত....