হে মৃত্যু তুমি কখন আসবে
ভালবাসবে আমায় কবে
স্বার্থপররা বাস করে যে এই ভবে।
হে মৃত্যু তুমি কখন দিবে আমায় ঘর
যেখানে বসবাস করবো
করবে না তো পর?
হে মৃত্যু তুমি ছাড়া কেউ ভাববে না
আপন আমি তা জানি,
এই পৃথিবীর সবাই শুধু
করে মানি মানি।
হে মৃত্যু যখন করবে তোমার সঙ্গী
এ পৃথিবীর স্বার্থপরা হবে সবাই ঢঙ্গী
চোখের জল ফেলবে
বুঝবে না তাদের ভঙ্গি।