হে তিলোত্তমা  হে বিদূষী বনিতা
তুমি কি চড়বে
মেঘের পালকে
তোমায় নিয়ে যাব দূলোকে।

মেঘের পালকে চড়ে
দেখাবো তোমায় মেঘপুরী,
মেঘ- নীলিমা কেমনে প্রেম নিয়ে খেল
লুকোচুরি।

হে তিলোত্তমা, হে বিদূষী  বনিতা
তুমি কি দেখবে
নীলিমার বুকে মেঘ কেমনে ভেসে রয়,
তুমি কি দেখবে নীলিমা- মেঘ
কেমনে করে প্রেম বিনিময়।

তুমি কি দেখবে
নীলিমা- মেঘের অভিমান,
কখনো তপ্ত সবিতা দন্ডমুন্ডের মতো
তাদের ভালবাসায় দেয় শান।

হে তিলোত্তমা হে  বিদূষী বনিতা
হাত বাড়িয়ে দিয়েছি জলদি এসো
করো না আর ছল
তোমার জন্য মেঘ পালক শশকের মতো হয়েছে চঞ্চল।