শ্যাম বর্ণের মায়াবী কন্যাকে দেখার আশে প্রতিদিন কলেজের বারান্দায় চেয়ে থাকি!
কবে আসবে মুচকি হাসি হাসবে
অপেক্ষা করে চলছি
কিন্তু,,মায়াবিনী নেই...
হৃদয়ে ঝড় তৈরি হল
হতাসার বিবরে পতিত হলাম
অজমূর্খ মনটারে কিছু বলতেই ধরে ডুকরে ডুকরে
কাঁদতে লাগল।
আমি কিছুই করিতে পারলাম না...
কলেজে নতুন তবে আমার বোধগম্য হয় না যে
মায়াবিনী নতুন...
হয় তো কোথাও দেখেছি....
না না এটা হয় তো আমার ভ্রম....
নাম জানি নাকোন বিভাগে পড়ে তাও জানি না....
শুধু জানি সে আমার আপন?
মায়াবিনীর মুচকি হাসি নিয়ে বেঁচে আছি...
মনের সুধীর আগ্রহ মায়াবিনী আসবে???