পামর মন হয়েছে দেহাত্যয়
কস্মিকালে ঘুরে বেড়াব মার্জারের ন্যায়,
তুই ভার্যা হয়েছিস তাতে কি!
ঘুরব তোর পিছে পিছে
মনুষ্য থাকতে পারিনি তোকে ভুঞ্জিতে।
উদয়-বিলায় খেলায় অভিশপ্ত হয়ে
হয়েছি আজ সলাঙ্গুল মার্জার,
তবু তোর পিছে ঘুরব বারংবার।
মনুষ্য থাকতে পারিনি তোকে ভালবাসিতে
আজ মার্জার হয়ে পেরেছি তোর কাছে
আসিতে।
মনুষ্য থাকতে তোর উজ্জ্বল চেকনাই দেখে
হয়েছিলাম বেচাইন,
ভালবাসতে অপরাগতা প্রকাশ করেছিলে বলে
অসুস্থ ছিলাম অষ্টদিন।
ব্যাক্কই লোকে জানত তুমি ছিলে মোর প্রাণ
আজ মার্জার হয়ে খুজি তোমার ভালবাসার
ঘ্রাণ!
মনুষ্য থাকতে সমবয়সী ছিলাম বলে
করতে না তোয়াক্কল,
বাবা-মার সাথে সম্পর্ক ছিন্ন করবে না
তার দিয়েছিলে ছল।
আজ আমি মার্জার,
মানুষের মত
এমন রা করিতে পারি না আর!
ম্যাঁও ম্যাঁও করে ডাকি তোকে
শুনতে পারিস না মোর হাঁক,
ষষ্টি দিয়ে আঘাত করিস
বলিস তুই এখান থেকে ভাগ।
আমি ভাগব না!
আমি রাগব না!
থাকব তোর বাড়ির আঙ্গিনায়
এভাবে যতদিন অপমৃত্যুর
শাস্তি থেকে যায়?