ইহুদি মরলো
ফিলিস্তিনি মরলো
কিন্তু,কোন মানুষ মরলো না?

কোন একজন কে
বলতে শুনলাম না যে মানুষ মরলো,
ধর্ম নিয়ে লড়ি
আর পাখির মরি
আচ্ছা ধর্ম মরে না ক্যান?

সনাতনী ভাই মরলো
কাশ্মীরি ভাই মরলো
মরছে নিত্য
তবু চেঞ্জ হলো না ধার্মিকের চিত্ত।


এই পৃথিবীতে ধার্মিক মরে
শুধু মানুষ মরে না।