মানুষের ধর্ম যদি মানবতার হতো
ধর্মের না হয়ে,
পৃথিবী ভালবাসাময় থাকতো
যেত না মানব সভ্যতা ক্ষয়ে।
পৃথিবী একদিন ধংস হবে
ধর্মের হাতুড়ি দিয়ে পৃষ্ঠ হবে
মানুষের মাথা,
একে অপর কে খুন করবে
তবুও মনে পাবে না ব্যথা।
স্বর্গের নেশায় মত্ত হয়ে
হারিয়ে ফেলবে মানুষের নাম।
হিন্দু -মুসলিম, খ্রিষ্ট্রান - বৌদ্ধ
কারো মনে থাকবে না ভালবাসা
তাদের থাকবে মানুষ মারা পেশা।
ধর্মটাই হবে পৃথিবী ধংসের
মূল কারণ,
ধর্মের নিউক্লিয়াস ছড়িয়ে যাবে
মানব সভ্যতা করবে হরণ....