মানুষ হয়ে  দাঁড়াও
ফিলিস্তিনির পাশে,
মুসলিম-হিন্দু - বৌদ্ধ - ক্রিশ্চান
ধর্ম এসব আজ লাজে।

কোথায় ধর্ম
কোথায় জাতিসংঘ,
কোথায় ওআইসি
কোথায় আসিয়ান

মানুষ গুলো মরছে যুগ যুগ
হয়নি কি আজও তাদের জ্ঞান?

ধর্ম নেতা,রাষ্ট্র নেতা,জাতিসংঘের নেতা
নিভৃতে ফিলিস্তিনিদের রক্ত চুমায়,
নাকে তৈল দিয়ে  তারা
খায় আর ঘুমায়।


মানুষ হয়ে দাঁড়াও
ফিলিস্তিনির পাশে,
হে মানুষ মনুষ্যত্ব হারাও না
ধর্ম আর ক্ষমতার চাপে।


ফিলিস্তিনিদের বাঁচাও
মানুষ হয়ে,
নচেৎ মানবতা, মনুষ্যত্ব
যাবে সব ক্ষয়ে.....