হে নূহু আব্দুল্লাহ্
হে মানবতার সূর্য
তোমায় অভিবাদন জানাই।
.
তোমার গনগনে অনলে
ধর্মান্ধ - দলান্ধ অসুর হবে ছাই,
হে মানবতার সূর্য
হে নূহু আব্দুল্লাহ্
তোমার পূর্ণ আভা চাই?
.
এ মেদিনীর বুকে'র
ধর্মান্ধ - দলান্ধ
সব দিতে পারো রুখে
যদি পূর্ণ আভা দাও মানুষের চেতনার মুখে।
.
হে নূহু আবদুল্লাহ্
হে মানবতার সূর্য
তোমায় অভিবাদন জানাই,
সদা পূর্ণ আভা দিয়ে চলো
করো নাকো ধানাই- পানাই?
.
হে নূহু আব্দুল্লাহ্
হে মানবতার সূর্য,
তোমায় অভিবাদন জানাই
চিঁড়ে চ্যাপ্টা হয়োও নাকো
অসুর দল তোমার চারপাশে বাজাতেছে
ঢোল,তবলা,শানাই।
.
হে নূহু আব্দুল্লাহ্
হে মানবতার সূর্য তোমায় অভিবাদন জানাই
মানবতার সূর্য হয়ে বেঁচে থাকো চিরকাল
সেই আর্জি সৃষ্টিকর্তার কাছে জানাই?
.
উৎসর্গঃ দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক মানবতার সূর্য নূহু আবদুল্লাহ্'র প্রতি....