যাচিলে মানিক নষ্ট
বলে গুরুজন,
তোমার থেকে
মন ফিরিয়ে নিবো
মন যত করুক ক্রন্দন।
যাচিলে মানিক নষ্ট
থাকে না মূল্য,
যাচিলে দাম থাকে না
দাম তার জুতা'র সমতুল্য।
যাচিলে মানিক নষ্ট
যাচিয়ে আর না বাড়াই
তোমার কদর,
যাচিয়ে রিক্ত আমি
শেষ হয়েছে আদর...