তুই হলি মাকাল ফল
আছে শুধু তোর রুপ,
তোর ভিতরে কিছু নেই
তাই তোর প্রেমে দিতে
চাই না ডুব?
মাকাল ফল! মাকাল ফল!
তোর নেই কিছু,
তোর ভালবাসা পেতে গিয়ে হারাতে চাই না
কোনো কিছু?
তুই ভুলে যা! তুই ভুলে যা
মাকাল ফল,
আমাকে পাবার আশে
আহোরাত্র করিস নে আর ছল....