মার চোখে জল দেখলে ফাটে মোর বুক,
মা যে আমার ভালবাসা
মা যে আমার সুখ।
মা যে আমার চাওয়া-পাওয়া
মা যে আমার সব,
মাকে একটু খুশি করলে
খুশি হবে মোর রব।
মা যে আমার ধন-রত্ন
সব সুখের মূল,
আমি তার সন্তান হয়ে
কেমনে বুঝি তারে ভুল।
মা যে আমার দেহরক্ষী
সব কষ্টের -ভাগী,
আমি তার বুকে কষ্ট দিয়ে কেমনে
থাকি রাগি....